Breaking

Tuesday, October 20, 2020

হ্যাকিং এর শিকার হতে পারে যেসব কম্পিউটার বা সিস্টেম

হ্যাকিং এর শিকার হতে পারে যেসব কম্পিউটার বা সিস্টেম

আমি আগেই বলেছি যেকোনো ডিজিটাল যন্ত্র যেগুলো মাইক্রোপ্রসেসর দিয়ে নিয়ন্ত্রণ করা হয় তার প্রায় সবই হ্যাক করা সম্ভব। তবে আমরা এখানে হ্যাকিং বলতে গুরুত্বপূর্ণ সিস্টেম হ্যাকিং সাধারণত বোঝাই। সাধারণত যেসব ওয়েবসাইটে অর্থ লেনদেন করা হয় সেই সব ওয়েবসাইটগুলো বেশি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

যেহেতু এসব ওয়েবসাইট বা সফটওয়্যারের সাথে অর্থ জড়িত তাই এধরনের ওয়েবসাইট এর সিকিউরিটি অন্যান্য ওয়েবসাইট থেকে বেশি। তাই যারা প্রোগ্রামিং পারদর্শী না এবং যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে খুব বেশি জানেন না তাদের পক্ষে এরকম ওয়েবসাইট হ্যাক করা সম্ভব না। তারপরেও সবসময় সাবধান থাকতে হবে।

বিভিন্ন কোম্পানি ছাড়াও সাধারণ ইউজার দের কম্পিউটারও হ্যাক হয়। এধরনের হ্যাকিং এর প্রধান কারণ ডাটা সংগ্রহ। আবার বিভিন্ন ওয়েবসাইট এর সিকিউরিটি চেক করার জন্যও অনেক সময় ওয়েবসাইটের ইউজার আইডি হ্যাক করা হয়। এছাড়াও সাধারণ ইউজারদের ব্যবহৃত কম্পিউটার বা স্মার্ট-ফোনও হ্যাকিং এর শিকার হতে পারে।

দিন দিন যতই প্রযুক্তি আমাদের আমাদের সাহায্য করছে ঠিক তেমনি যেসব যন্ত্রে কম্পিউটার প্রসেসর ব্যবহার করা হয় সেইসব যন্ত্র সবসময় সুরক্ষিত রাখতে হবে। সাইবার সিকিউরিটি শুধুমাত্র একটি বিষয় নয়। একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হতে আপনাকে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। তার কিছু আমি উপরেই বলেছি। তবে শুধু মাত্র শিখলেই হবে না নিয়মিত নিজেকে সময়ের সাথে আপডেটেড রাখতে হবে।

সাধারণ ইউজার যারা অনলাইনে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চান তারা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক সম্পর্কে জেনে নিজে বাচতে পারবেন। আবার আপনি যদি কোন ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে।

আপনি যদি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হতে চান তবে আমাদের দেশে অনেকগুলো ভাল ইন্সটিটিউট আছে যেখানে এ বিষয়ে কোর্স করানো হয়। আপনি সেগুলো করতে পারেন। আবার সবচেয়ে ভাল হয় নিজে ইন্টারনেট থেক শেখা শুরু করলে। পরে যদি আপনার মনে হয় আপনার কোর্স করা দরকার তাহলে পরে সেটা করে নিতে পারেন। অনেকেই নিজে থেকে শিখে বিভিন্ন বড় বড় ওয়েবসাইটের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

No comments:

Post a Comment